আকাশের সাদামাটা, দৈনন্দিন জীবনে আচমকাই দমকা হাওয়ার মতো আসে বৃষ্টি – তার নতুন সহকর্মী। প্রথম দেখাতেই বৃষ্টির স্নিগ্ধ হাসি, বুদ্ধিমত্তা আর প্রাণবন্ত উপস্থিতি আকাশকে এক নতুন অনুভূতির জগতে টেনে নিয়ে যায়। কিন্তু আকাশ কি জানত, এই অনুভূতিই তাকে দাঁড় করিয়ে দেবে এক অসম যুদ্ধের সামনে?
বৃষ্টি শুধু আকাশের সহকর্মীই নয়, সে অন্যের সুখী সংসারের অংশ, রাহাতের স্ত্রী। এই কঠিন সত্য আকাশের হৃদয়ে ভালোবাসার পাশাপাশি জন্ম দেয় তীব্র দ্বন্দ্ব আর না পাওয়ার এক অসহ্য যন্ত্রণা। অফিসের চার দেওয়াল, একসাথে কাটানো কাজের মুহূর্তগুলো, আর বৃষ্টির অজান্তেই দেওয়া ছোট ছোট প্রশ্রয় – আকাশকে ক্রমশ ঠেলে দেয় এক নিষিদ্ধ আবেগের চোরাবালিতে। তার প্রতিটি দিন কাটে মিথ্যে আশার কুহক আর বাস্তবতার নির্মম কষাঘাতে।
সীমানা পেরিয়ে যাওয়া এই ভালোবাসা আকাশকে কোন পথে নিয়ে যাবে? সে কি পারবে এই সর্বনাশা মোহ থেকে নিজেকে মুক্ত করতে? নাকি এই অসমাপ্ত প্রেমই হয়ে উঠবে তার জীবনের এক দীর্ঘশ্বাস?
আকাশের সাদামাটা, দৈনন্দিন জীবনে আচমকাই দমকা হাওয়ার মতো আসে বৃষ্টি – তার নতুন সহকর্মী। প্রথম দেখাতেই বৃষ্টির স্নিগ্ধ হাসি, বুদ্ধিমত্তা আর প্রাণবন্ত উপস্থিতি আকাশকে এক নতুন অনুভূতির জগতে টেনে নিয়ে যায়। কিন্তু আকাশ কি জানত, এই অনুভূতিই তাকে দাঁড় করিয়ে দেবে এক অসম যুদ্ধের সামনে?
বৃষ্টি শুধু আকাশের সহকর্মীই নয়, সে অন্যের সুখী সংসারের অংশ, রাহাতের স্ত্রী। এই কঠিন সত্য আকাশের হৃদয়ে ভালোবাসার পাশাপাশি জন্ম দেয় তীব্র দ্বন্দ্ব আর না পাওয়ার এক অসহ্য যন্ত্রণা। অফিসের চার দেওয়াল, একসাথে কাটানো কাজের মুহূর্তগুলো, আর বৃষ্টির অজান্তেই দেওয়া ছোট ছোট প্রশ্রয় – আকাশকে ক্রমশ ঠেলে দেয় এক নিষিদ্ধ আবেগের চোরাবালিতে। তার প্রতিটি দিন কাটে মিথ্যে আশার কুহক আর বাস্তবতার নির্মম কষাঘাতে।
সীমানা পেরিয়ে যাওয়া এই ভালোবাসা আকাশকে কোন পথে নিয়ে যাবে? সে কি পারবে এই সর্বনাশা মোহ থেকে নিজেকে মুক্ত করতে? নাকি এই অসমাপ্ত প্রেমই হয়ে উঠবে তার জীবনের এক দীর্ঘশ্বাস?

???? ????? ????
